করোনা: সামান্য ভুলে উহানে একদিনেই মৃত বেড়ে গেল ১২৯০ জন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৮:৩৭ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ০৮:৪৪ PM
করোনায় মৃতদের সংখ্যা গণনায় ভুল হয়েছিল স্বীকার করে নিল চীনের উহান প্রদেশের প্রশাসন। তারা জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে চীনের উহানে যত জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, আদতে সংখ্যাটা তার চেয়ে ৫০ শতাংশ বেশি।
ফলে, করোনা সংক্রমণে উহানে মৃতের সংখ্যা বাড়ল আরও এক হাজার ২৯০। মোট মৃতের সংখ্যা হল তিন হাজার ৮৬৯। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ শুক্রবার একটি পোস্টে উহান প্রশাসনের পক্ষ থেকে গণনায় ভুল স্বীকার করে ওই প্রদেশে মৃতের আদত সংখ্যা জানানো হয়েছে।
উহানে মৃতের সংখ্যা বাড়ার জন্য করোনা সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে হল চার হাজার ৬৩২। বৃদ্ধি ঘটল ৩৯ শতাংশ। বেইজিংয়ের পক্ষ থেকে এ দিন এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বেইজিংয়ের সরকারি তথ্য অনুযায়ী, উহানের বাজার থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে নাকি অন্য কোনওভাবে, তা নিয়ে গোড়া থেকেই সংশয় প্রকাশ করেছে পশ্চিমারা। উহানে মৃতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতিও মেনে নিতে পারেনি অনেক দেশ।
অভিযোগ ছিল, করোনা সংক্রমণে উহানে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই সংখ্যাটা গোপন করা হচ্ছে। ঘটনার ৫ মাস পরে ‘গণনায় ভুল স্বীকার’-এর মাধ্যমে উহান প্রদেশের প্রশাসন কি শেষমেশ সেই অভিযোগের সত্যতা কিছুটা প্রমাণ করল? নাকি, স্বচ্ছতা প্রমাণের চেষ্টাই প্রকাশ পেল উহান প্রশাসনের এই ভুল-স্বীকারে? খবর: আনন্দবাজার।