করোনা: ঢাকায় ২০ হোটেলে ডাক্তার-নার্সদের জন্য থাকার ব্যবস্থা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:০৮ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২০, ০১:০৮ PM
করোনাভাইরাসের চিকিৎসা দেয়া ডাক্তার ও নার্সদের জন্য রাজধানী ঢাকায় ২০টি হোটেলের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে তারা থাকবেন।
বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে, এই হোটেলের মধ্যে আছে ঢাকা রিজেন্সী, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা হোটেলগুলোয় থাকবেন।
বাংলাদেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮০৩ জন। মৃতের সংখ্যা ৩৯জন। আক্রান্ত হয়েছে ৩৫টি জেলার মানুষ। ইতিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বে মৃত্যু ও আক্রান্তের হিসেবে বিশ্বের সব দেশেকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।