ঢাকার যে জায়গাগুলো করোনার হটস্পট

  © বিবিসি

বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশেও দ্রুত বিস্তার লাভ করছে করোনাভাইরাস। ইতিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ করোনার হটস্পটে পরিণত হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা মহানগরে মোট সংক্রমিত হয়েছে ৩১৩ জন।

ঢাকার অভিজাতত এলাকা ধানমন্ডিতে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বাসাবো ১২ জন, যাত্রাবাড়ি ১১, লালবাগ ১৩, মিরপুর-১১ ১০, মোহাম্মদপুর ১২, টোলারবাগ ১৯, উত্তরা ১৭ এবং ওয়ারিতে ১৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এছাড়া মিরপুরে-১ এ শনাক্ত হয়েছে পাঁচ জন, মিরপুর-১২ ৮ জন, মিরপুর ১০ এ পাঁচজন শনাক্ত হয়েছে। হাজারীবাগে শনাক্ত হয়েছে আটজন। মহাখালী, বনানী ও বংশালে শনাক্ত হয়েছে সাতজন করে। শান্তিনগরে শনাক্ত হয়েছে পাঁচজন। বসুন্ধরায় শনাক্ত হয়েছে চারজন, বাড্ডায়ও চারজন।

চকবাজারে শনাক্ত হয়েছে চারজন। গুলশানেও শনাক্ত হয়েছে চারজন। বেইলি রোডে শনাক্ত হয়েছে তিনজন। তেজগাঁওতে শনাক্ত হয়েছে তিনজন। জিগাতলায় শনাক্ত হয়েছে তিনজন। শোয়ারিঘাট ও  বাবুবাজারে শনাক্ত হয়েছে তিনজন করে।

এছাড়া দু’জন করে শনাক্ত হয়েছে আগারগাঁও, আজিমপুর, হাতিরপুল, ইসলামপুর, জেলগেট, কোতোয়ালি, লক্ষীবাজার, মালিবাগ, মিরপুর ১৩, নারিন্দা, পুরানা পল্টন, পীরেরবাগ, রাজারবাগ, শাহ আলী বাগ, শাহবাগ, সুত্রাপুর।

অন্তত একজন করে শনাক্ত হয়েছে আদাবর, আশকোনা, বেগুনবাড়ি, বেরিবাধ, বসিলা, বুয়েট এলাকা, ঢাকেশ্বরী, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফার্মগেট, হাতিরঝিল, কামরাঙ্গীরচর, কাজীপারা, কদমতলী, মানিকদি, মিটফোর্ড, মুগদা, নওয়াবপুর, নিকুঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সায়েদাবাদ, সিদ্ধেশ্বরী, শনির আখড়া ও উর্দু রোড।

বাংলাদেশে  এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগী ৬২১ জন। মৃতের সংখ্যা ৩৪ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫টি জেলার মানুষ। করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসেবে বিশ্বের সব দেশেকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। খবর: বিবিসি বাংলা।


সর্বশেষ সংবাদ