নির্বাচন ভবন © সংগৃহীত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ জানুয়ারি আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ওই দুই আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত করা হয়েছে, তা বলা যাবে না। আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ দু'টি আসনের নির্বাচন স্থগিত থাকবে।
এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রসঙ্গত, পাবনা-০১ আসন: ভিপি শামসুর রহমান (বিএনপি মনোনীত, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত মনোনীত, পদ নেই, প্রয়াত আমির নিজামী পুত্র), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বতন্ত্র, কেন্দ্রীয় তাঁতিদলের সাবেক সহ-সভাপতি), মাসুদুল হক (স্বতন্ত্র, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক), মো. আব্দুল গণি (ইসলামী আন্দোলন) মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও পাবনা-০২ আসন: এ.কে.এম সেলিম রেজা হাবিব (বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য), হেসাব উদ্দিন (সুজানগর উপজেলা জামায়াতের আমির), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান রুবেল (জাপা), নাসির উদ্দিন (গণফোরাম) মনোনয়নপত্র দাখিল করেছিলেন।