গণভোট ও নির্বাচনী প্রচারণায় রাজবাড়ীতে ভোটের গাড়ি

২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ PM
ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ © টিডিসি ফটো

‘দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্য নিয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রচারণায় রাজবাড়ীতে এসেছে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজবাড়ী জেলা তথ্য অফিসের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রচারণার অংশ হিসেবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। এ সময় দেশাত্মবোধক গানসহ অন্যান্য গান পরিবেশন করেন শিল্পীরা। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এই সুপার ক্যারাভান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্যসংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্করণ বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করবে।   

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে। সেখানে আপনাদের অংশগ্রহণ অনেকটা গুরুত্বপূর্ণ। যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন আপনার এলাকার যিনি উন্নয়ন করে তাকে আপনার ভোট দেন। আপনার এলাকায় আগামী পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কোন একটি প্রতীকে আপনারা ভোট দেন। কিন্তু গণভোটের বিষয়টি জনগণের সচেতন করার জন্য সুপার ক্যারাভানটি জেলায় জেলায় পরিভ্রমণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা জরুরি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, জেলা তথ্য অফিসার রেখাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি দলে মোস্তাফিজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
এনসিপি’র আশুলিয়া উপজেলা সমন্বয় কমিটি গঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, তিন দিনের রিমান্ডে আস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ১০, নেবে ম্যানেজমেন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9