আলী রীয়াজকে নিয়ে এক নারীর ভিডিওকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলল প্রেস উইং

২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৩ PM
আলী রীয়াজ

আলী রীয়াজ © ফাইল ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর প্রচারিত ভিডিওকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায়, ওই নারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছেন।

আজ বুধবার ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে প্রেস উইং এক বার্তায় জানায়, অতন্দ্রানু রিপা নামের ওই নারী মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলী রীয়াজকে নিয়ে অপপ্রচার করছেন।

প্রেস উইং জানায়, অধ্যাপক আলী রীয়াজ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না। তাঁর সঙ্গে যোগাযোগ বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে যা দাবি করা হয়েছে, সবই সম্পূর্ণ মিথ্যা। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

তিনি সংশ্লিষ্টদের অবিলম্বে এ ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। অন্যথায় চরিত্রহনন, মানহানিকর ও আপত্তিকর এসব অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ গত বছরের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ছয়টি সংস্কার কমিশনের একটি—সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আট মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কমিশন জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে এবং ২৮ অক্টোবর সরকারের কাছে বাস্তবায়ন-উপায়সংক্রান্ত দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬