ভূমিকম্পে আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM
দেশের সব সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে এ তথ্য জানান তিনি।
আজ দুপুর পৌনে ২টায় হাসপাতালে পৌঁছান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে। এছড়াও পঙ্গু হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন দেড় শতাধিক রোগি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিকের কারণে দুতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে। সবাই মিলে আমরা ভালো
চিকিৎসার জন্য চেষ্টা করছি। যে মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই মাত্রাটা হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে।
তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এছাড়া, আরও একজন বাচ্চা নিহত হয়েছে। তার বাবাও আহত। তার অবস্থা খুবই গুরুতর।রাজধানীর মিটফোর্ড তিনজন নিহত রয়েছে। তার মধ্যে একজন মেডিক্যালের শিক্ষার্থী।
তিনি বলেন, এছাড়া বিভিন্ন জায়গা থেকে আহতের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুর কয়েকজন আহত আছে। অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছে। তাদের ডাক্তাররা চিকিৎসা দিয়েছে। কয়েকজনকে দেখেছি তারা প্যানিক বেশি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত অর্ধশত আহত চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে আজ শুক্রবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।