নতুন আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ: শারমীন এস মুরশিদ

০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৩ AM
শারমীন এস মুরশিদ

শারমীন এস মুরশিদ © সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের বেদনা ও তরুণদের ক্ষতবিক্ষত মুখে আমি নতুন নেতৃত্বের উন্মেষ দেখি। আমি দেখতে পাই; নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার বাংলাদেশ।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে আয়োজিত ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য শুধু বয়সে নয়, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য হলো এনার্জি, সুস্থতা, মনের, দেহের, হৃদয়ের ও আত্মার শক্তি। আমরা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি—সেই স্বপ্নপথে হাঁটতে হাঁটতে আজ আমরা তরুণদের দ্বারে এসে পৌঁছেছি।

তিনি আরও বলেন, আমরা, এই সময়ের তরুণ প্রজন্মই নতুন মুক্তিযোদ্ধা। আজ আমরা শপথ নিচ্ছি—অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন এবং দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের গ্রাম, শহর ও প্রিয় মাতৃভূমিকে। আমরা ভারসাম্য আনব—পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে।

উপদেষ্টা বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। আমরা অঙ্গীকার করছি—গড়ব একটি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের বাংলাদেশ। এমন রাষ্ট্র, যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, সংবেদনশীলতা; আর দায়িত্ব মানে সেবা।

নারী ও শিশু সুরক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্র নারী-শিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করব। নারী ও শিশু নির্যাতন নির্মূল করে শহর ও গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। সম্প্রীতির নতুন অধ্যায় রচনা করব।

অনুষ্ঠানে তিনি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬