‘পূর্বানুমতি ছাড়াই নাম, আমি বিস্মিত’, প্রেস কাউন্সিলের সদস্য পদ প্রত্যাহার নুরুল কবীরের

নুরুল কবীর
নুরুল কবীর  © ফাইল ফটো

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির নাম প্রকাশ করা হয়। এতে বিশিষ্ট সাংবাদিক ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে সদস্য করা হয়েছে। তবে নিজের নাম গেজেটে দেখে বিস্মিত হয়েছেন নুরুল কবীর। 

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার গভীর বিস্ময়ের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমার নাম রাষ্ট্রীয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে—তাও ভুল বানানে এবং আমার পূর্বানুমতি ছাড়াই। এর আগে একাধিকবার বিভিন্ন সরকার আমাকে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু আমি বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি। কিন্তু এবার সরকার বা অন্য কোথাও থেকে কেউই আমার সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি—এটা সত্যিই অদ্ভুত।”

নাম তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, যদি এমন কেউ থেকে থাকেন, আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করার জন্য।”

প্রসঙ্গত, নুরুল কবীর একজন খ্যাতনামা সম্পাদক, বুদ্ধিজীবী ও লেখক। স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বরাবরই সোচ্চার।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!