প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, ১৫ মিনিট ধরে কথোপকথন

ড. মুহাম্মদ ইউনূস ও মার্কো রুবিও
ড. মুহাম্মদ ইউনূস ও মার্কো রুবিও  © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপ করেছেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল এই আলোচনা। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

ওই পোস্টে তিনি লেখেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। প্রায় ১৫ মিনিটের এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ। এটি দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!