আগস্টে ঢাকার তিন এলাকায় নামছে বুয়েটের তৈরি ই-রিকশা: আসিফ মাহমুদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১২:৪৯ PM
আগামী আগস্ট মাসে রাজধানীর তিন এলাকায় বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রাথমিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ই-রিকশার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, বুয়েটের তৈরি গতি নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে। জুলাই আন্দোলনে রিকশাচালকদের ভূমিকা ছিল অনন্য। তাই বৈধভাবে তাদের রুটি-রুজির ব্যবস্থা করার চেষ্টা চলছে।
তিনি বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা অন্যান্য কোনও হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।
এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে উক্ত জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে।