‘শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে তা ভাবার দরকার নেই’

ড. চৌধুরী রফিকুল আবরার
ড. চৌধুরী রফিকুল আবরার  © টিডিসি

শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভাবার দরকার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা খাতে সমস্যা নেই, এটা কিন্তু নয়। টাস্কফোর্স থেকে আমরা কিছু সমস্যা শনাক্ত করতে পেরেছি। যারা এসব নিয়ে গবেষণা করেন, তাদের আহ্বান করব মন্ত্রণালয়ে। এ সমস্যাগুলো সমাধান করা হবে। দেশের সবচেয়ে বড় শিক্ষা কমিশন হিসেবে পরিচিত কুদরাত-এ-খুদা কমিশন। সেটা গঠিত হ‌ওয়ার পর রিপোর্ট জমা দিতে কয়েক বছর সময় লেগে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আজকে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। হাই ইম্পেক্টেট সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেও আমাদের কাজ করার আছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ ড. নিয়াজ আহমেদ খান বলেন, এবারের শিক্ষা খাতে দু-একটা ভালো কাজ হয়েছে। তবে খুব বেশি অগ্ৰগতি হয়নি। বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থানের কথা আছে। কারিগরি বিষয়েও বলা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক রিসার্চের বাজেট ২১ কোটি টাকা। কেউ যখন বলে আন্তর্জাতিক পর্যায়ে আপনাদের স্থান কত, তখন আমি আন্তর্জাতিক পর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাজেটের তুলনায় আমাদের বাজেট কতটুকু তা তুলে ধরি। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!