মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প একনেকে অনুমোদন

প্রকেল্পের আওতায় একটি স্কুলে পাঠদান করছেন এক শিক্ষক
প্রকেল্পের আওতায় একটি স্কুলে পাঠদান করছেন এক শিক্ষক  © সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 

শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় একনেক সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: বেহাল দশা ইসলামিক ফাউন্ডেশনের দুই প্রকল্পের

বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি সম্প্রতি একনেক সভায় অনুমোদিত হয়েছে। একনেক এখন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবে। এরপর ফাউন্ডেশন মন্ত্রণালয়ে প্রেরণ করবে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের চিঠি পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে।

তিনি বলেন, প্রকল্প অনুমোদনের ফলে দেশের প্রান্তিক ও ধর্মীয় কেন্দ্রভিত্তিক শিক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা ও মৌলিক শিক্ষার সুযোগও বাড়বে।

প্রসঙ্গত, প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ধরা হয় চার হাজার ৬৪৫ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে সপ্তম পর্যায়ের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ছয় মাস ধরে বেতন না পাওয়া ইমাম ও মুয়াজ্জিনদের বকেয়া পরিশোধ এবং তাঁদের মাসিক বেতন পাঁচ হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার বিষয়টি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে প্রকল্পের জন্য ৪০২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়।


সর্বশেষ সংবাদ