ড. ইউনূসের পদত্যাগ: সবার চোখ আজকের বৈঠকে

২৪ মে ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:৫৭ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর এ সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। বিশেষত, আজ শনিবার (২৪ মে) অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠককে কেন্দ্র করে এ আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। 

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য একনেক সভায় অংশ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিনি আজকের বৈঠকে কিছু বলবেন কি না—সেদিকে গভীর দৃষ্টি রাখছেন রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কী ভূমিকা নেয়, রাজনীতি–সচেতন ব্যক্তিরা সে দিকেই দৃষ্টি রাখছেন। তবে বৃহস্পতিবার রাতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে, তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য হয়েছে বলে জানা গেছে। সেটি হচ্ছে, তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক কথা বলেছেন। সবার মধ্যে একটা ঐকমত্য হয় যে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন। তবে তাঁকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা (রোডম্যাপ) ঘোষণা করতে হবে। 

আরও পড়ুন: ড. ইউনূস যদি পদত্যাগ করেন...

এদিকে, আজ সন্ধ্যা ৭টায় জামায়াত এবং ৮টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনপূর্ব পরিবেশ এবং বিচার বিভাগ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একদিকে ড. ইউনূসের পদত্যাগ, অন্যদিকে জামায়াত-বিএনপির সঙ্গে বৈঠক দুই মিলে একটি বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, এনসিপির একাধিক উপদেষ্টার পদত্যাগ চাপে থাকা সরকারে নতুন করে নৈতিক সংকট তৈরি করেছে বলেও মনে করছেন অনেকেই।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9