পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে শ্রীলংকার সহায়তা চাইলো বাংলাদেশ

০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়া © সংগৃহীত

পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় অঞ্চলের দেশ হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, দেশটির সরকার কীভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া দ্রুততর করতে শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন একটি আইন অনুমোদন দিয়েছে।

এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, পাচার হয়ে যাওয়া বিপুল অর্থ ফেরাতে তত্ত্বাবধায়ক সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় শ্রীলঙ্কার সহযোগিতা প্রয়োজন।

দুই নেতা বৈঠকে চলতি বছরের জুলাইয়ে ঘটে যাওয়া অভ্যুত্থান পরিস্থিতি এবং তা-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কর্মসূচি তুলে ধরেন এবং জানান, আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬