ছারছীনা দরবারে তথ্য উপদেষ্টা মাহফুজ, দেশ সংস্কারে দোয়া কামনা

মাহফুজ আলম
মাহফুজ আলম  © ফাইল ফটো

পিরোজপুরের ছারছীনা দরবার শরিফের ১৩৫তম মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে আলোচনায় অংশ নেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘আপনারা দোয়া করবেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে, তা যেন সব শেষ করতে পারে। দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি। ছারছীনা দরবার শরিফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে, যার মাধ্যমে ইসলাম শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।’

উপদেষ্টা আরও বলেন, তাঁর পরিবার ছারছীনা দরবার শরিফের মুরিদ ছিল। ছোটবেলায় একাধিকবার তাঁর দরবারে আসার সুযোগ হয়েছে। তিনি পীর সাহেবের কাছে তাঁর ও দেশের জন্য দোয়া চাইতে এসেছেন। এখানে এসে তিনি ছারছীনা শরিফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেছার উদ্দিন আহমদ (রহ.)-এর উপমহাদেশে দ্বীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন।

মাহফুজ আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই, যেন আমরা বাংলাদেশকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সন্তান হিসেবে দেশের খেদমত করতে পারি।’

আখেরি মোনাজাতে ছারছীনা শরিফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন।

এর আগে তথ্য উপদেষ্টা ছারছীনা দরবার শরিফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন। এ সময় ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান উপস্থিত ছিলেন। ছারছীনা দরবার শরিফের বার্ষিক মাহফিলের আখেরি মোনাজাতে অংশগ্রহণের বিষয়টি তথ্য উপদেষ্টার দাপ্তরিক ফেসবুক থেকেও জানানো হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence