নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৪:০৪ PM

নারী নির্যাতন, যৌন হয়রানি, ইভ টিজিং, হেনস্তা বা নারীর প্রতি কটূক্তির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স বিশেষ হটলাইন চালু করেছে। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে।
অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২ এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সহায়তা দিতে আগের মতোই চালু রয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ। বাংলাদেশ পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।