৩৫ বছর আগের পুলিশের নির্যাতনের ব্যথা পিনাকীর শরীরে, অপারেশন আজ

০৭ মার্চ ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © ফাইল ফটো

মানবাধিকার কর্মী, ব্লগার এবং সমাজসেবী পিনাকী ভট্টাচার্য। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্দোলন-সংগ্রাম ইত্যাদি ইস্যু নিয়ে অনলাইন মাধ্যমে ব্যাপক সরব ও জনপ্রিয়। ছাত্রজীবনে তিনি সরাসরি রাজনীতি করেছেন, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। সে সময় আন্দোলন-সংগ্রামের জন্য পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এখনও বয়ে বেড়াচ্ছেন ওই নির্যাতনের ব্যথা ও চিহ্ন।

শুক্রবার (৭ মার্চ) পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, পুলিশের নির্যাতনে দীর্ঘ ৩৫ বছর পর শরীরে সার্জারি করতে যাচ্ছেন। এজন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

পিনাকী লিখেছেন, আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থিসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরী। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে। আমার ভিডিও হয়ত নিয়মিতই দেয়া যাবে। রেকর্ড করে দেয়া আছে গত রাতেই। ঠিক কতোদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারীর পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।

তিনি আরও লিখেছেন, এনেস্থিসিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। 

নিজের অবস্থা জানিয়ে তিনি আরও লিখেছেন, সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না। যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারো জন্য থেমে থাকেনা। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সাথে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9