আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা 

১৬ মে ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৭ AM
বার কাউন্সিল

বার কাউন্সিল © সংগৃহীত

সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা আগামী শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ মে) এ বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশে এতে বলা হয়েছে, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ২৮ জুন শনিবার  লিখিত পরীক্ষায় অংশ নেবেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৫ এপ্রিল সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ হাজারের অধিক পরীক্ষার্থীর মধ্য থেকে ১৩ হাজার ২৫৮ জন উত্তীর্ণ হন।

এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজার ২৫৮ জনের সঙ্গে বিগত বছরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আরও প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারপর তাদের মধ্য থেকে উত্তীর্ণরা ভাইভা (মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে দেশের অধস্তন আদালতগুলোতে প্র্যাকটিস করতে পারেন। একবার নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে দুই বার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে। 

নবনির্বাচিত জকসু নেতৃবৃন্দকে ডাকসুর অভ্যর্থনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন …
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে পাঁচ দেশের দিকে
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য …
  • ০৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী বাস উল্টে নিহত ২, …
  • ০৯ জানুয়ারি ২০২৬