আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা 

১৬ মে ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৭ AM
বার কাউন্সিল

বার কাউন্সিল © সংগৃহীত

সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা আগামী শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ মে) এ বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশে এতে বলা হয়েছে, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ২৮ জুন শনিবার  লিখিত পরীক্ষায় অংশ নেবেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৫ এপ্রিল সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ হাজারের অধিক পরীক্ষার্থীর মধ্য থেকে ১৩ হাজার ২৫৮ জন উত্তীর্ণ হন।

এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজার ২৫৮ জনের সঙ্গে বিগত বছরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আরও প্রায় ৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারপর তাদের মধ্য থেকে উত্তীর্ণরা ভাইভা (মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে দেশের অধস্তন আদালতগুলোতে প্র্যাকটিস করতে পারেন। একবার নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে দুই বার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে। 

দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এসএসসি পরীক্ষা–২০২৬: লক্ষ্যভিত্তিক প্রস্তুতি শুরু করতে আর দ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভারতীয় কূটনীতিক এসেও দেখা করেছেন জামায়াত আমিরের সঙ্গে, রয়টা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫