নতুন ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের

০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নাটোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, "দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসা ব্যবস্থা এখনও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত জনবল না থাকায় অনেক হাসপাতালেই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।"

চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস ক্যাডার থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসময় মহাপরিচালক বলেন, "জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, দেশে একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দেশে চিকিৎসকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও নার্সের সংখ্যা কম, যা সেবার মানে প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, "অনেক হাসপাতালে জনবল না থাকায় সেবা ব্যাহত হচ্ছে, আবার কোথাও জনবল থাকলেও প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব রয়েছে। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও স্বাস্থ্য খাতের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
  • ০৪ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!