অধ্যক্ষ ও গভর্নিং বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভে ভিকারুননিসা ছাত্রীরা

বিক্ষোভে ভিকারুননিসা ছাত্রীরা
বিক্ষোভে ভিকারুননিসা ছাত্রীরা  © সংগৃহীত

কোটা আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষক ও গভর্নিং বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মূল শাখার গেটে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন।  এসময় স্টেপ ডাউন কেকা, স্টেপ ডাউন ফারহানা, স্বৈরাচার মুক্ত ক্যাম্পাস চাই ইত্যাদি স্লোগান ও ফেস্টুন প্রদর্শন করেন তারা। 

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরি, পদার্থবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক ড. ফারহানা খানম এবং মূল শাখার বাংলা ভার্সন প্রভাতীর সহকারী প্রধান শিক্ষক সঙ্গীতা মাহজাবিন ইমাম –কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও শিক্ষকদের TC/ চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিলেন। এছাড়াও  কলেজ অভ্যন্তরীণ নানা দুর্নীতিতে জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষক ও গভর্নিং বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।   


সর্বশেষ সংবাদ