জানা গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা কখন হবে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১১:৫৫ AM

দক্ষিণ আমেরিকার কোপা ও ইউরোপ মহাদেশের ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। গেল বছর একই দিনে ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল শেষ হওয়ার পরই আলোচনায় আসে ফিনালিসিমা। দুই মহাদেশের ফুটবলের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল চলতি বছরের মাঝামাঝিতে। যা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। কিন্তু সেই লড়াই পিছিয়ে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে।
ইংল্যান্ডকে হারিয়ে স্পেন ইউরো এবং কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল গত বছর। এরপরই দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন দলের এই ম্যাচ হওয়া নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আপাতত এই ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, মেসি-ইয়ামালদের লড়াই দেখতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ওলে ও লা নাসিওন।
ফিনালিসিমার আয়োজন নিয়ে আগে থেকেই সূচি জটিলতা ছিল। আর সেই কারণেই ম্যাচটি কবে হবে, তা নিয়ে এখন অবধি কোনও দিনক্ষণ ঠিক হয়নি। আপাতত আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের সামনে ঠাসা ক্রীড়াসূচি। আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্বে খেলছে। স্পেনের সামনেও রয়েছে বাছাই পর্বের ম্যাচ। তাই ফিনালিসিমা পিছিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২৬ সালের মার্চ কিংবা এপ্রিলে হতে পারে এই ম্যাচ।
ম্যাচ পিছিয়ে যাওয়ার পেছনে স্পেনের ক্রীড়াসূচিও বড় একটা কারণ হতে পারে। তাদের সামনে রয়েছে উয়েফা লিগের ফাইনাল। তাছাড়াও তাদের এখনো ৬টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে। অন্যদিকে আর্জেন্টিনার সামনে সেপ্টেম্বরের পর নেই কোনো বাছাই পর্বের ম্যাচ। এদিক থেকে দেখতে গেলে তাদের দিক থেকে কোনো সমস্যা থাকার কথা নয়।
প্রতিবেদন বলছে, দুই চ্যাম্পিয়নের লড়াই যুক্তরাষ্ট্রে হতে পারে। ২০২২ সালে ইতালির বিরুদ্ধে ওয়েম্বলিতে ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জেতে আকাশি-সাদা ব্রিগেড। তাই কনমেবল চাইছে ম্যাচটি ইউরোপের বাইরে কোথাও আয়োজন করতে।
এদিকে হাই ভোল্টেজ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়েও আলোচনা চলছে। ২০২২ সালে ইতালির বিপক্ষে আর্জেন্টিনা ওয়েম্বলিতে ফিনালিসিমা জিতলেও এবার কনমেবল চাইছে ম্যাচটি ইউরোপের বাইরে আয়োজন করতে। এমনকি যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপের আগে এটি আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
এই ফিনালিসিমা ম্যাচে ইতিহাসেরও নিষ্পত্তি হবে। ১৪ দেখায় আর্জেন্টিনা ও স্পেন সমান ৬টি করে ম্যাচ জিতেছে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। দুটি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। তাই জয়ী দল এগিয়ে যাবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে।