বরাবরের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে দারুননাজাত

১৭ জুলাই ২০১৯, ০৮:৫২ PM

© টিডিসি ফটো

অরাজনৈতিক ইলমি-আমলি পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে মুখরিত প্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আলিম পরীক্ষা ২০১৯ এ বিগত বছরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সর্বমোট ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ১৯৫ জন এবং এ পেয়েছে ৩০৩ জন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত প্রতি পাবলিক পরীক্ষাতেই এ মাদরাসা সাফল্যের শীর্ষে তার অবস্থান সুসংহত করে আসছে।

বুধবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একাধিকবার অত্র মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক বলেন দীনি পরিবেশ, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

ট্রেইনি জুনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা …
  • ২৯ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে পরীক্ষা স্থগিত চেয়ে রিট, যা বলছে পিএসসি
  • ২৯ জানুয়ারি ২০২৬
টাইম ম্যাগাজিনে ‘বুলিং সাংবাদিকতা’ কেন?
  • ২৯ জানুয়ারি ২০২৬
এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬