বাজেট ৪০০ কোটি পার, সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি ‘ব্রহ্মাস্ত্র’

ব্রহ্মাস্ত্র’র দৃশ্যে রণবীর-আলিয়া
ব্রহ্মাস্ত্র’র দৃশ্যে রণবীর-আলিয়া   © সংগৃহীত

ছবির ঘোষণার পর থেকেই খবর জড়ায় এই ছবিতে প্রথম সারির বলিউড তারকাদের দেখা যাবে। তবে ২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’র ঘোষণা দিলেও ক্রমেই তা পেছাতে থাকে। 

তবে সব ধরনের জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়। সে সময় বুলগেরিয়ায় ছবিটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়। যদিও কোভিড, তারকার অন্য ছবির শিডিউলসহ নানা কারণে বারবার শুটিং পেছায়। তবে কেউ কি জানতো ছবিটি মুক্তি পেতে চার বছর লেগে যাবে! 

বহুল প্রতীক্ষিত ছবিটি চলতি মাসের ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। শুরুতে জানা গেছিল ছবিটির বাজেট ৩০০ কোটির বেশি। তবে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’এর বাজেট ৪১০ কোটি রুপি দাঁড়িয়েছে! যা কিনা প্রচারণার খরচ বাদেই। সেই হিসেবে এটিই হতে যাচ্ছে হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি। খবর বলিউড হাঙ্গামার। 

এক প্রতিবেদনে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘এটাই এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। এটা কেন এতটা ব্যয়বহুল, সেটা ছবির প্রতিটি দৃশ্যই বলে দেবে। ছবিটি প্রেক্ষাগৃহে আসা দর্শকদের এমন অভিজ্ঞতা দেবে, যা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবেই ছবির ভিজ্যুয়াল দর্শকদের মুগ্ধ করবে।’

জানা গেছে, শুটিং শুরুর পর অনেক কিছুই বদলেছে। ছবির প্রধান দুই পাত্রপাত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম অতঃপর বিয়েও হয়েছে। আলিয়া এখন প্রথমবারের মতো মা হওয়ার অপেক্ষায়। এটিই দম্পতি হিসেবে তাদের প্রথম সিনেমা হতে যাচ্ছে। 

আরও পড়ুন : ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন যারা

এই ছবিতে আরও রয়েছেন- অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রায়। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ পরিচালকের ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম কিস্তি। জানা গেছে, ছবির দ্বিতীয় পর্বে আরও বড় তারকাদের দেখা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence