জেমসের স্ত্রী কে এই নামিয়া?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ PM
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী ও নগরবাউলখ্যাত মাহফুজ আনাম জেমস এবার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। তার জন্ম ১০-০২-১৯৬৪ সাথে। সে হিসেবে তার বয়স এখন ৬১ বছর।
দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও এবার নিজেই প্রকাশ্যে আনলেন বিয়ে ও সন্তানের খবর। সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে শুরু হয় আলোচনা-উৎসাহের ঢল।
কে এই নামিয়া আনাম?
জেমসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার স্ত্রী নামিয়া আনাম একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নামিয়া বলেন, তিনি এই জীবনে সুখি।
বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন—দুজনই বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই নামিয়ার জন্ম ও বেড়ে ওঠা। তিনি মূলত একজন নৃত্যশিল্পী, যুক্তরাষ্ট্রে নাচের জগতে তার পরিচিতিও রয়েছে।
সম্পর্ক থেকে বিয়ের গল্প
২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বছর না ঘুরতেই তারা বিবাহের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সম্পন্ন হয়। বর্তমানে তারা ঢাকার বনানীতে একসঙ্গে বসবাস করছেন।
চলতি বছরেই এই দম্পতির ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। ৮ জুন নিউইয়র্কের হান্টিং টন হাসপাতালে জন্ম নেয় শিশুটি, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
নিজের নতুন জীবন নিয়ে জেমস বলেন, “আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যতদিন বাঁচব, গান গেয়ে যেতে চাই। সবার দোয়া কামনা করি।”
এর আগে জেমস দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি, যাদের এক ছেলে দানিশ ও এক মেয়ে জান্নাত। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন। তবে ২০১৪ সালে সমঝোতার ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়।
বর্তমানে দানিশ ও জান্নাত নিজেদের পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হয়ে ব্যস্ত সময় পার করছেন।