উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এই তালিকায় নাম রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। প্রধান উপদেষ্টার দফতর থেকে তাকে ফোন করা হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই বিগত সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা করে এসেছেন। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের একেবারে শুরু থেকেই তিনি পাশে ছিলেন।
শেখ হাসিনা সরকার পতনের পরও নানা ধরনের পরামর্শ দিয়েছেন ফেসবুকের পাতায়। ফলে তার উপদেষ্টা হওয়ার গুঞ্জণ বেশ আগে থেকেই শোনা যাচ্ছিলো। অবশেষে সেই গুঞ্জণ সত্য হতে চলেছে।