‘শুধু একটাই অনুরোধ, দেশ গড়তে হবে তোমাদের’

০১ আগস্ট ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান তাহসানের

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান তাহসানের © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন বিনোদন জগতের তারকারা। এবার নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

তাহসানের পোস্ট করা কবিতাটি তুলে ধরা হল-

এতগুলো যে তাজা প্রাণ হারাবার,
সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার
যে কষ্ট জানে শুধু আপনজন,
শুধু শহীদের পরিবার।

প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ,
তাই মানসিক বিবাদে তটস্থ থাকি
বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে
আমি দেশপ্রেমিক কোনো কবি।

মেরুকরণের এই দেশে
দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই,
ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই
জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই।

শান্ত কবি স্থিরতা চায়, 
শুধু একটাই অনুরোধ
দেশ গড়তে হবে তোমাদের,
গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ;
চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ।

আমার সূর্য আজ অস্তমিত,
তোমরা নতুন রবি
করজোড়ে ক্ষমা চাই বারংবার,
শুধু একজন পরাজিত কবি।
 
শেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন #SaveBangladeshiStudents

এদিকে, শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায়, জাতীয় সংসদ ভবনের সামনে, সকাল ১১ টায় বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’- ব্যানারে প্রতিবাদে নামবেন তারা। বিনোদন জগতের তারকারা।

লিখিত দেওয়ার পরও সুর বদল ছাত্রদল প্যানেলের
  • ০৫ জানুয়ারি ২০২৬
আমাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ডে নেওয়া হয়েছে: সুরভী
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাসুমের ৫ উইকেটের ম্যাচের লজ্জার রেকর্ড নোয়াখালীর
  • ০৫ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে কত আবেদন পড়ল
  • ০৫ জানুয়ারি ২০২৬
গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী খালেদা জিয়া
  • ০৫ জানুয়ারি ২০২৬
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম…
  • ০৫ জানুয়ারি ২০২৬