সরিয়ে নেওয়া ব্যাচেলর পয়েন্টের বিতর্কিত পর্বগুলোয় কী ছিল?

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৩ AM
ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনেতারা

ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনেতারা © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ধ্রুব টিভি। এ ধারাবাহিকের কয়েকটি দৃশ্যের সংলাপ নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্বগুলোয় কী সংলাপ ছিল তা জানা সম্ভব হয়নি। তবে ফেসবুকে এ সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেছে।

সিরিয়াস নামে একটি পেজের পোস্টে লেখা হয়, তরুণ প্রজন্মকে নাটক, কবিতা আর সোশাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতায় ডুবিয়ে দিচ্ছে। দু’জন অভিনেতা তরুণ সমাজের জন্য কতটা ভয়াবহ বলে বুঝানো সম্ভব নয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে নতুন একটি গালির ট্রেন্ড চালু করে যা বর্তমানে তরুন প্রজন্মের মধ্যে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি করেছে। তরুনরা মজার ছলে বন্ধু বা সহপাঠীকে উল্লেখিত গালি দিয়ে হেসে লুটোপুটি খাচ্ছে। কিন্তু বুঝতেও পারছে না কত জঘন্য গালি সে তার বন্ধুকে দিচ্ছে।

নাহিয়ান ইমন লিখেছেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’র প্রতি পর্বের শুরুতে ডিসক্লেইমার দেওয়া থাকে এটি এডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। যদি কেউ অল্পতে বিব্রত হয়ে থাকেন তাহলে দেখা থেকে বিরত থাকুন। এরপরও যদি কেউ তার পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখে তাহলে তার নিজের দায়িত্বে দেখবেন।’

আব্দুল্লাহ আল সাকিবের ভাষ্য, ‘আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে, আমরা এখন অশ্লীলতার মাঝে মজা খুঁজি। আমি মনে করি এই ব্যাচেলর পয়েন্ট নাটকটি দেখে আমরা অশ্লীলতা ছাড়া ভালো কোন কিছু-ই শিখছি না। এসব নাটক দেখে এক শ্রেণির যুবকের মেন্টালিটি এমন হয়ে গেছে যে, তার মা’কে ‘.......’ বলে গালি দিলেও সে প্রতিবাদ না করে বিষয়টা ট্রেন্ড হিসেবে-ই নেয়। এবার ভাবুন আমাদের যুবসমাজের কতটা মানসিক অধঃপতন হয়েছে। আমাদের যুবসমাজের এই অধঃপতন ঠেকাতে এই অশ্লীল নাটকটি নিষিদ্ধ করা হোক!’

আতিকুর রহমানের মতে, ‘সাহিত্য নাটকে এগুলো তুলে আনা উচিৎ না এড়িয়ে যাওয়া উচিৎ? সাহিত্য নাটক সমাজের দর্পণ, এর কাজই প্রতিরূপ তুলে আনা। কতটুকু আনা যাবে কতটুকু সমাজ সহ্য করবে, তার সহ্য ক্ষমতা বাড়বে না কমবে, বাড়া উচিৎ না কমা উচিৎ সে সব নির্ধারিত হবে পারস্পরিক মিথস্ক্রিয়ায়। যা আসলে আমরা এখন করে চলেছি।’

আরো পড়ুন: সরানো হলো ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কয়েকটি পর্ব

রোমান নামে একটি একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, ‘.....র ছেলে’ গালিটা বেশ চর্চিত হচ্ছে বন্ধুমহলে। একজন আরেকজনকে এটি বলে খুশিতে লুটিয়ে পড়ছে। প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারছিলামনা, এটা কি ধরনের ফাজলামি হতে পারে! এক বন্ধু আরেক বন্ধুর মাকে সরাসরি ‘........’ বলছে। কিন্তু সেই অর্থে কারো তেমন প্রতিবাদ নেই। ভাবটা যেন এমন, নিজের মা চুলোয় যাক ‘ট্রেন্ডের সাথে চলছি’ এটাই তো আসল।’

কাজল আরেফিনের পরিচালনায় ধারাবাহিকটি চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছিল। বর্তমানে বাংলাভিশনে প্রচারিত হয়। টিভিতে প্রচারিত হওয়ার পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে দৃশ্যগুলো ফেসবুকে ছড়িয়েছে, সেগুলো বাংলাভিশনে প্রচারিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পর্বগুলো সরানোর পর ধ্রুব টিভি তাদের ফেসবুক পেজে পোস্টে লিখেছে, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে।

সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর কোনও বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ২০১৭ সালে, চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। এতে মারজুক রাসেল ছাড়াও জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ইরানে বিক্ষোভ দমনে ‘রেডলাইন’ ঘোষণা আইআরজিসি’র; স্বাধীনতা এন…
  • ১১ জানুয়ারি ২০২৬
শিক্ষক রোমান শুভর বিরুদ্ধে চাকসুর মামলা নেননি ওসি, দায় চাপা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9