সুপ্রিয়ার চিকিৎসার জন্য গান গেয়ে অর্থ সংগ্রহ করছে যবিপ্রবির শিক্ষার্থীরা

২৩ জুলাই ২০২২, ১২:৪৮ AM
সুপ্রিয়া সাহা দোলা

সুপ্রিয়া সাহা দোলা © সংগৃহিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের  শিক্ষার্থী সুপ্রিয়া সাহা দোলার জীবন বাঁচাতে গান গেয়ে অর্থ সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ'র সদস্যরা। যবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ', "সুপ্রিয়ার জন্য গান ও আপনার সহানুভূতি বাঁচাবে জীবন" শিরোনামে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

শুক্রবার বিকালে (২২ জুলাই) যশোর শহরের পৌরপার্ক এলাকায় গানের এ আয়োজন করেন সংগঠনটির প্রায় অর্ধশতাধিক সদস্য। এ আয়োজনের মূল উদ্দেশ্য সুপ্রিয়ার চিকিৎসার জন্য মানুষের নিকট হতে অর্থ সংগ্রহ করা।

জানা যায়, যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিয়া সাহা সিভিয়ার এ্যাপ্লাসিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তার শরীরে শীঘ্রই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, ট্রান্সপ্লান্ট করতে অনুমানিক ৩৫-৪০ লাখ টাকা খরচ হবে। সুপ্রিয়ার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান গেয়ে অর্থ সংগ্রহের এ আয়োজন করেছে।

সংগঠনের সদস্যরা বলেন, আজ আমরা প্রায় ৫০ জন মিলে অর্থ সংগ্রহের চেষ্টা করেছি। সুপ্রিয়া দিদি'র অপারেশনের জন্য এখনো প্রায় ১ মাস সময় রয়েছে, তাই পুরো মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এটি শিক্ষার্থীদের অন্তত ভালো উদ্যোগ।আমি মনে করি এটা শিক্ষার্থীদের দায়িত্বের মধ্যেও পড়ে। এই মানবিক গুণাবলী নিয়ে বড় হওয়ার চিন্তা আমাদের সকল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ুক।যারা উদ্যোগটি নিয়েছে তাদেরকে ধন্যবাদ নয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে যদি কোনো বাধা না থাকে তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করবো।

ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬