পড়াশোনার খরচ না পেয়ে কুয়েট ছাত্রের আত্মহত্যা, ধারণা পুলিশের

প্রতীকী
প্রতীকী  © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুমুরিয়া থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই ছাত্রের নাম অন্তু রায়। ২১ বছরের মৃত অন্তু ডমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অন্তু রায়ের পরিবার খুবই দরিদ্র। সে মা-বাবা কাছে পড়ালেখার খরচের জন্য কিছু টাকা চেয়েছিল। কিন্তু তার বাবা-মা তাকে টাকা দিতে পারেনি। এ কারণে সে আত্মহত্যা করতে পারে। আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

আরও পড়ুন: কুয়েট ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’ চেষ্টা!

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রের মা-বাবা জমিতে কাজ করতে গিয়েছিলেন। ১০টার দিকে তার বোন স্কুলে যায়। তখন অন্তু বাড়িতে একা ছিলেন। দুপুর ১২টার দিকে তার চাচা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, গ্রামের বাড়িতে অন্তুর মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েট ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ইসমাইল সাইফুল্লাহ। তিনি এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হাসীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অন্তুর পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আর্থিকভাবে খুবই দরিদ্র। তাদের শান্তনা দেয়ায় ভাষা নেই। আমরা সেখানে আসেপাশের মানুষের কাছেও আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করেছি; তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এটা জানা যায়নি।


সর্বশেষ সংবাদ