পাবিপ্রবি ভিসির পতদ্যাগের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯ PM
নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলীর পতদ্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দুর্নীতিবাজ ভিসির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ভিসির গদিতে আগুন লাগাও একসাথে’, ‘দুর্নীতি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে, বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হাসিবুর রহমান ও পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলী একজন সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতিবাজ। মেয়াদের শেষ পর্যায়ে এসে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। অনিয়ম করে নিজের ভাতিজিসহ ১০২ জনকে গণনিয়োগ দেওয়ার পাঁয়তারা করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসিবুর রহমান বলেন, রাতে কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ করেন। তবে আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি। তারা বহিরাগত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময়ই পুলিশ অবস্থান নিয়ে থাকে। ক্যাম্পাসে এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছে কিনা তা আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।