ভালোবাসা দিবসে নোবিপ্রবি ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ

ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ
ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ  © টিডিসি ফটো

বিশ্ব ভাবলাবাসা দিবসে সবাই যখন প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, সেই সময় ‘প্রতিবাদী র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ’ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিঙ্গেলদের সংগঠন ‘প্রেমবঞ্চিত সংঘ, নোবিপ্রবি’।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি প্রতিবাদী র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় ‘প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না’, অশ্লীলতার গদিতে, আগুন জ্বালাও একসাথে, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’সহ নানা শ্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি মো. রিয়াদুল ইসলাম বলেন, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারা বিশ্বে প্রহসন চলছে। সমাজের পবিত্রতা নষ্ট করে এ ক্যাম্পাসে যারা প্রেমের নামে অশ্লীলতা, কপটতা, ভন্ডামী করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা আছে এবং থাকবে। পুজিবাদী সংস্কৃতি থেকে প্রেম মুক্ত পাক এটাই চাওয়া।

সমাবেশে সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence