রাবিপ্রবির ১৭৫ আসনের মধ্যে ফাঁকা ১২৮টি

১৭ জানুয়ারি ২০২২, ০৪:১১ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটাসহ দ্বিতীয় মেধাতালিকার সাক্ষাৎকার মঙ্গলবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় মেধাতালিকায় মোট ১২৮ জন শিক্ষার্থীকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার ভর্তির পরে আসন ফাঁকা থাকলে ৩য় মেধাতালিকা প্রকাশ করা হবে। এরআগে ১ম মেধাতালিকা প্রকাশের পরে ৬৬ জনের সাক্ষাতকারের বিপরীতে মাত্র ৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মোট পাঁচটি বিভাগের ১৭৫টি আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে।

আরও পড়ুন: ভর্তির আগেই সেশনজটে গুচ্ছের শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ', 'বি' ও 'সি' ইউনিটের দ্বিতীয় মেধা তালিকা ও কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টায় ঝগড়াবিলস্থ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ১৮-২০ জানুয়ারি তারিখের মধ্যে একাডেমিক শাখায় (একাডেমিক বিল্ডিং-২ এর নিচ তলায় ১০৪নং কক্ষ) ভর্তি হতে হবে।

এতে জানানো হয়, সাক্ষাৎকারের সময় সাধারণ মেধা তালিকা ও কোটায় GST ভর্তি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদ, গ্রেডশীট/মার্কশীট, প্রশংসাপত্র এবং কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রত্যয়ন পত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুন: মহামারিতে শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে! 

প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে ভর্তির অযোগ্য বলে গন্য করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গিয়ে ফলাফল দেখতে পারবেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে ১৭৫টি আসন রয়েছে। এর মধ্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স ২৫, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ২৫, ম্যানেজমেন্ট ৫০, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি আসন রয়েছে।

নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9