হল ছাড়তে শুরু করেছে কুয়েট শিক্ষার্থীরা

০৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ PM
হল ছাড়ছেন শিক্ষার্থীরা

হল ছাড়ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এরই মধ্যে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ায় বাড়ি ফেরা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

হল ত্যাগ করা শিক্ষার্থীদের অবিযোগ, হঠাৎ করে দুপুরে হল ছাড়ার নির্দেশানা আসে। এতে করে সবাই একসঙ্গে ক্যাম্পাস ছাড়ছে। ফলে গাড়ির টিকিটের সংকট দেখা দিয়েছে। এর ফলে অনেকে পার্শবর্তী মেসে বা বন্ধুদের সঙ্গে উঠেছেন বলেও জানা গেছে।

এর আগে শুক্রবার বেলা ১২টায় কুয়েটের এক জরুরি সিন্ডিকেট সভা শেষে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুপুরে কুয়েটের প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুয়েট অধ্যাপক ড. মো. সেলিম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সিসি টিভি ফুটেজের দৃশ্য অনুযায়ী মৃত্যুর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে অপমান অপদস্ত করে। মানসিক নির্যাতনে হৃদরোগে মারা যাওয়া কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ছাত্রলীগের নেতাদের বহিষ্কারসহ শাস্তির দাবিতে ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।

‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
ডেভিল হান্ট অভিযানে ‘জুলাই যোদ্ধা’ আটক, থানা ঘেরাওয়ের পর মু…
  • ০২ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের চেয়ে স্ত্রীর বার্ষিক আয় প্রায় দ্বিগুণ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ৪ স্থানে সড়ক দুর্ঘটনা, হতাহত ২৭
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!