ডেভিল হান্ট অভিযানে ‘জুলাই যোদ্ধা’ আটক, থানা ঘেরাওয়ের পর মুক্তি 

০২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ PM
থানার ভেতর আন্দোলনকারীরা

থানার ভেতর আন্দোলনকারীরা © সংগৃহীত

‎‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে আটক করে পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ।

‎ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে পুলিশ গ্রেফতার করে। নয়নের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

‎শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নেতৃত্বে ছাত্র ও জনতা শায়েস্তাগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, নয়ন কোনো অপরাধী নন; তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় ‘জুলাই যোদ্ধা’ এবং তাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।

‎মাহদী হাসান বলেন, গ্রেফতার হওয়া নয়ন আমাদের আন্দোলনের প্রথম সারির একজন কর্মী। তাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। টানা অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল ৩টার দিকে এনামুল হাসান নয়নকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।

‎এ ঘটনায় স্থানীয় ছাত্রসমাজ ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ডেভিল হান্ট নামে অভিযানের আড়ালে আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে নিরীহ নাগরিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, আমরা ধারণা করেছিলাম নয়ন ছাত্রলীগের কমিটিতে আছে। পরে যাচাই করে দেখা যায়, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!