নোবিপ্রবিতে হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিকসম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রবিবার ২৭ ডিসেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু শর্তে দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দেওয়া হলো।

১. ইনস্টিটিউটের জন্য ভূমির অবস্থান ও পরিমান যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে এবং প্রস্তাবিত ভূমি বরাদ্দ পাওয়ার পর সরকারি সংস্থা/স্থানীয় জেলা প্রশাসন হতে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।

২. ভূমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

৩. ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করার নিমিত্তে জনবল কাঠামোসহ প্রয়োজনীয় গবেষণাগার প্রতিষ্ঠা ও ব্লু ইকোনমির গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে কারিকুলাম প্রণয়নপূর্বক কমিশনে প্রেরণ করতে হবে।


সর্বশেষ সংবাদ