নোবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি নাদিম সম্পাদক নাঈম

২৭ জানুয়ারি ২০২০, ১১:২৪ AM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত সংগঠন নোবিপ্রবি বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২০ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নাদিম এবং সম্পাদক করা হয়েছে নাঈমকে।

রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. মাহবুবুর রহমান এবং ক্লাবের সদ্য সাবেক সভাপতি মো. নকিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ্ বিন ইসলাম নাদিম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু নাঈম।

কমিটিতে সহ- সভাপতি হিসেবে মো. নাজমুল হোসাইন ও মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান ও মো. ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মো. সুজাউদ্দিন রনি, রিয়াজ হাসান ও মো. নুরুল আবসার নির্বাচিত হয়েছেন।

ক্লাবটির নতুন কমিটির প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.অাব্দুল কাঈয়ুম মাসুদ, মাসুম মিয়া, মো. মাহবুবুল হক এবং শফিকুল আলম।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬