নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার ড. আবুল হোসেন

১৫ জানুয়ারি ২০২০, ০১:৫১ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রফেসর ড. মো. আবুল হোসেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপালন করবেন।

বুধবার (১৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক ও ডেপুটি রেজিস্ট্রার মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো আবুল হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করে বলা হয়। আগামীকাল ১৬ জানুয়ারী হতে তিনি উক্ত দায়িত্ব পালন করবেন। 

এছাড়া এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। উক্ত পদের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মেতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে গত বছর ১৫ ডিসেম্বর বর্তমান রেজিস্ট্রার মো. মমিনুল হককে এক অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বুধবার (১৫ জানুয়ারী) বর্তমান রেজিস্ট্রারের দায়িত্ব পালনের শেষ দিন।

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬