কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ গবেষক নোবিপ্রবি’র কাওছার

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ AM
আহমেদ কাওছার

আহমেদ কাওছার © সংগৃহীত

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি-২০১৯’ শীর্ষক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণাপত্র উপস্থাপন করে শ্রেষ্ঠ গবেষকের সম্মাননা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আহমেদ কাওছার।

ভারতের বেঙ্গালুরুতে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করে ‘এলসেভার বা স্কোপাস এবং রিসার্চ সোসাইটি’।

আহমেদ কাওছার নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। তিনি ‘ডিপ নিউরাল নেটওয়ার্ক ও অপটিমিজম’ এর উপর নতুন এলগরিদম (গাণিতিক পরিভাষা) নিয়ে কাজ করেন। যেটি বেস্ট রিসার্চ পেপারের অ্যাওয়ার্ড জিতে নেয়।

এর আগে স্প্রিঙ্গার আয়োজিত সম্মেলনে শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড পেয়েছেন কাওছার। এই সম্মেলনে তিনি নতুন একটি এলগরিদমের উপর গবেষণাপত্র প্রকাশ করেন। এর সাহায্যে নিউমেরিকল ইন্টারপোলেশন মেথডকে রিগ্রেশনের (পশ্চাদগতি) কাজে ব্যবহার করা যাবে।

এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আইইই সম্মেলনে কম্পিউটার ভিশনের উপর গবেষণার জন্য শ্রেষ্ঠ গবেষকের অ্যাওয়ার্ড পান। এই সম্মেলনে তিনি কম্পিউটার ভিশন এবং অটোমেটেড প্রসেসের উপর গবেষণাপত্র প্রকাশ করেন, যা ক্রিকেট খেলায় আম্পায়ারের কাজ করবে।

বর্তমানে তিনি ইম্প্যাক্ট লার্নিং নামে একটি নতুন মেশিন লার্নিং এলগরিদম নিয়ে কাজ করছেন। এপর্যন্ত তার ১৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লায়েড কম্পিউটিং এর উপর এমএসসি করার জন্য কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন, বর্তমানে তিনি এর প্রস্তুতি নিচ্ছেন।

পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬