দেয়াল ধসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:২৩ PM
দেয়াল ধ্বসে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী। তিনি পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর এলাকার বাসিন্দা। তার নিজ বাড়ির একটি নির্মাণাধীন দেয়াল হঠাৎ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম তামান্না বিশ্বাস। তিনি পাবিপ্রবির রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, পরীক্ষার প্রস্তুতি নিতে পড়াশোনা করছিলেন তামান্না, হাটাহাটি করার জন্য বাহিরে যান। পরে নতুন নির্মিত দেয়ালে হেলান দেন। যার ফলে দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি ইটের নিচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তামান্নার পায়ে ফ্র্যাকচার হয়েছে, পায়ে রড দেয়া হয়েছে এবং কোমরের অংশে আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় আঘাত পেয়েছে তার জন্য সিটিস্ক্যান করা হয়েছে। তবে আপাতত তিনি শঙ্কামুক্ত।
ঘটনার পর তামান্নার সহপাঠী ও শিক্ষকেরা হাসপাতালে ছুটে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি জেনে খোঁজখবর নিচ্ছে।
পাবিপ্রবির উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড রাসেদুল হক বলেন, তামান্নার দুর্ঘটনার খবর শুনে আমরা অত্যন্ত দুঃখিত। খবরটি পাওয়ার পর থেকে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, সর্বক্ষণিক খোজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করব।
আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয়রা।