কারাগারে অসুস্থ যবিপ্রবির সাবেক ভিসি ড. আব্দুস সাত্তার, হাসপাতালে ভর্তি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:১০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
দুর্নীতির মামলায় কারাবন্দি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা ও মুখ দিয়ে লালা পড়তে থাকলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন এবং এখনো শঙ্কামুক্ত নন।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক লক্ষণ দেখে স্ট্রোক হয়েছে বলে সন্দেহ করা হয়। হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান-এ দেখা গেছে, মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। বর্তমানে তিনি পুরুষ পেয়িং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার পাশে নিয়োজিত রয়েছেন একজন পুলিশ সদস্য ও দুজন কারারক্ষী। তার চিকিৎসায় আজ (মঙ্গলবার) সকালে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ড. সাত্তারের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, ও কারা হাসপাতালের চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। দেখতে এসেছেন তার স্বজন ও যবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারাও।
এদিকে তার ছেলে ওয়াসিফ সাত্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘৭০ বছর বয়সে একজন অধ্যাপককে শুধু উপাচার্যের দায়িত্ব পালন করায় কারাগারে যেতে হয়েছে। বারবার আদালতে শারীরিক অবস্থার কথা জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে কারাগারে স্ট্রোক করলেন। এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।’
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকারি ৬১ লাখ টাকার আত্মসাত এবং অবৈধ নিয়োগের অভিযোগে তিনি গত ১৬ জুন থেকে কারাবন্দি। দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।