পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:২৩ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আয়োজিত সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন এবং সরকারকে পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ আন্দোলনে কোনো বিশেষ শ্রেণির মানুষ নয়, বরং গোটা জাতি অংশগ্রহণ করেছিল। ছোট ছোট শিশুদের সাহসী উপস্থিতি ছিল একটি নতুন যুগের সূচনা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। শিক্ষার্থীদের মধ্যে রিফাত হোসেন, মীম আক্তার, মারুফ হোসেন ও শাদাব হাসিন এই আন্দোলনের তাৎপর্য নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ঐক্য এবং ছাত্র-জনতার প্রতি সম্মান জানাই।’ তারা সরকারকে আহ্বান জানান, শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়ার। 

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ দিয়ে। আলোচনা সভার পর শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো জীবনন্ত করে তুলে ধরেন। 

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যারা সবাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9