বাকৃবিতে হাসিমুখের পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন অভিযানে সংগঠনটির সদস্যবৃন্দ।
পরিচ্ছন্ন অভিযানে সংগঠনটির সদস্যবৃন্দ।  © রাকিবুল হাসান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে ওই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।

হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. আবু সালেহ্ মাহফুজুল বারী ওই কর্মসূচির উদ্বোধন করেন। পরে হাসিমুখের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান।

ক্যাম্পাসে পরিচ্ছন্ন অভিযান চলছে। ছবি: রাকিবুল হাসান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক ও হাসিমুখের সহ-সভাপতি একোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম।

এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দসহ হাসিমুখের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ