ফেসবুক পোস্টের জেরে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

চুয়েট লোগো
চুয়েট লোগো  © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবি হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবায়েদ ফেরদৌসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

আজ শনিবার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা যাবে না এ মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে। তিনি চুয়েটের ইটিই বিভাগের ছাত্র। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবি হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি বিষয়ে আলভীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার (২০ জুন) লিখিত অভিযোগ আনে। এর ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের উপর স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম জরুরি সভায় বিস্তারিত আলোচনা হয়। 

সভায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি সামজিক যোগাযোগমাধ্যমে মহানবি এবং ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন; বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি ১৫ এবং ১৬ ভঙ্গ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

তাকে কেন বহিষ্কার করা হবে না এ মর্মে একটি লিখিত জবাব আগামী ৭ জুলাইয়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রদত্ত শাস্তির আদেশ চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

 

 


সর্বশেষ সংবাদ