রাজশাহী-রংপুর স্টার্টআপ সামিটে রুয়েটের দখলে শীর্ষ তিন স্থান

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা বিকাশ ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো "ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫"। এ সামিটে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। রাজশাহী ও রংপুর বিভাগের তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ - তিনটি খেতাবই দখলের গৌরব অর্জন করেছে রুয়েটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ৮ টি ফাইনালিস্ট দলের মধ্যে রুয়েটের টিম 'Anondopath' চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  এছাড়াও, রুয়েটের 'SystemSage Solutions' দল প্রথম রানার আপ এবং 'স্কিনকেয়ার এআই' দল দ্বিতীয় রানার আপ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের  "ডিনস কমপ্লেক্সে" আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য  ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, "তরুণদের মাঝে উদ্ভাবনী চিন্তাধারার প্রসার ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, এই সামিট থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের সফল উদ্যোক্তা হয়ে ওঠায় সহায়ক হবে।"  

শিক্ষার্থীদের এই সাফল্যে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন,”স্টার্টআপ সামিটে রুয়েট শিক্ষার্থীদের বাজিমাত করা সাফল্যে আমি খুবই আনন্দিত। সুযোগ পেলে আমাদের শিক্ষার্থীরা যে নিজেকে ভালোভাবে প্রমাণ করে দেয় তা তারা আবারও দেখিয়ে দিল। তাদের সেসব সুযোগ আর পরিবেশ সৃষ্টিতে রুয়েট প্রশাসন বদ্ধপরিকর। “

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে ছিল মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট এবং দুটি প্যানেল আলোচনা। বিশেষজ্ঞ বক্তারা স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসায়িক কৌশল, বিনিয়োগ প্রক্রিয়া ও উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।  

সামিটের অন্যতম আকর্ষণ ছিল "ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫", যেখানে প্রতিযোগীদের উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিন উদ্ভাবককে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।  

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণ উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের উদ্ভাবনী ভাবনা উপস্থাপন করতে পারবেন এবং অভিজ্ঞ বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারবেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী এ সম্মেলনে অংশ নেন। এই প্রতিযোগিতায় রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিএইউএসটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর নবীন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।  

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই সামিট অনুষ্ঠিত হবে।

কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9