লন্ড্রি-ভেন্ডিংসহ নানা সেবায় শিক্ষার্থীদের পাশে ইয়োর ক্যাম্পাস

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© টিডিসি ফটো

আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রুয়েট রিপোর্টার্স ইউনিটির সহায়তায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ফিডব্যাক ও ডিস্কাশন সেশন আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সেশন অনুষ্ঠিত হয়। 

রুয়েট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাঈন উদ্দিনের পরিচালনায় ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সিইও মিলজার রহমান সেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রুয়েট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য মারুফ বিল্লাহ রিফাত এ সেশন সঞ্চালনা করেন।উক্ত সেশনে আরো উপস্থিত ছিলেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. ইসতিয়াক উদ্দিন, রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুব-উজ-মান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

ফিডব্যাক সেশনে শিক্ষার্থীরা রুয়েটের হলগুলোর ভেন্ডিং ও ওয়াশিং মেশিন ব্যবহারের সুবিধার প্রশংসা করেন এবং ইয়োর ক্যাম্পাস সেবার বিভিন্ন কারিগরি ত্রুটি ও সেবার মান উন্নয়নের উপায় নিয়ে মূল্যবান মতামত দেন।

ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন, ইয়োর লন্ড্রি, ভেন্ডিং মেশিন, ইয়োর ক্যারিয়ারসহ নানা উদ্ভাবনী সেবার মাধ্যমে শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় সমস্যা সমাধানে কাজ করছে ইয়োর ক্যাম্পাস। শিক্ষার্থীরা এখন মাত্র ৩৫-৫০ টাকায় ১৫-২০টি কাপড় ধুতে পারছে, পাশাপাশি ২৪/৭ স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন থেকে এমআরপি মূল্যের চেয়েও কম দামে খাবার কেনার সুযোগ পাচ্ছে। এমআরপি মূল্যের উপরও রেগুলার ৫ শতাংশ ডিসকাউন্ট এর ব্যবস্থা করেছে ইয়োর ক্যাম্পাস। 

শিক্ষার্থীবান্ধব ই-কমার্স সার্ভিস ইয়োর অফারস ইতোমধ্যেই যেকোনো পণ্যে নিশ্চিত বেস্ট প্রাইস নিশ্চিত করে শিক্ষার্থীদের মনজয় করেছে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েটসহ ২৬টির বেশি ক্যাম্পাসে ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী ইয়োর ক্যাম্পাসের সেবা নিচ্ছে। শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এসব সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ইয়োর লন্ড্রি, স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন, ইয়োর শাটল, ইয়োর ক্যারিয়ার সেবাগুলো নিয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করে যাচ্ছে আইওটি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস। 

ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. ইসতিয়াক উদ্দিন জানান, রুয়েট শিক্ষার্থীদেরকে স্বল্প মূল্যের প্রিমিয়ামের মাধ্যমে ইন্স্যুরেন্স সার্ভিস নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা চলমান আছে।

এছাড়াও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কিছু সেবা, যেমন ইয়োর স্মার্ট লকার সার্ভিস, ইয়োর বিন, সর্বোচ্চ কম মূল্যে ইয়োর বাস টিকিট, সবচেয়ে কম মূল্যে ইয়োর ইন্টারনেটের ডাটা প্যাক, সার্ভিস চার্জ ছাড়া ইয়োর স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ইত্যাদি নিয়ে কাজ করে যাচ্ছে।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬