১০ বছর পর এটিএম বুথ পেলো রাবিপ্রবি

২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM

© টিডিসি ফটো

পথ চলার প্রায় দশ বছর পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) এটিএম বুথের উদ্বোধন হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাঈনুদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল গফুর, জনতা ব্যাংক চট্টগ্রাম এরিয়া-A-এর সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল আলম, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, রাঙ্গামাটি শাখার (পিএলসি) ব্যবস্থাপক অতীশ চাকমা, বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত সেবা পাওয়ার বিষয়ে ব্যাংকের উপরে আস্থা রাখার মনোভাব প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামবাসীরাও যেন এই বুথের দ্বারা সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য জনতা ব্যাংকের প্রতিনিধিদের কাছে নতুন আশা ব্যক্ত করেন তিনি।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬