শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল সিটেক

আগুন জ্বালিয়ে বিক্ষোভ
আগুন জ্বালিয়ে বিক্ষোভ  © টিডিসি ফটো

চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (সিটেক) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামকে (কারিগরি) নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একইসঙ্গে ওই শিক্ষকের বদলির আদেশ বাতিলের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন তারা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে সিটেকের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ক্যাম্পাসের মূল প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন। 

সমাবেশে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফজলুর রহমান জানান, সাইফুল স্যারের বদলি আদেশে বর্তমান শিক্ষার্থীরা অনেক ক্ষুব্ধ এবং তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। সাইফুল স্যারের মতো এমন যোগ্য এবং সৎ শিক্ষককে শিক্ষার্থীরা হারাতে চায় না। তাছাড়াও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকের ঘাটতি থাকা সত্ত্বেও উনাকে বদলি করা হয়েছে। এই আদেশ প্রত্যাহার না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম বয়কট করবো এবং প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করবো।

১৪ তম ব্যাচের আরেক শিক্ষার্থী আবু নাসের সাগর বলেন, সাইফুল স্যার আমাদের বিভাগ থেকে চলে গেলে আমাদের বিভাগ শিক্ষক শূন্য হয়ে পড়বে, তাই আমরা চাই না উনার মতো যোগ্য শিক্ষককে হারাতে। এছাড়াও উনি আমাদের বর্তমান শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। আমরা চাই এই বদলি আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে তা না হলে আমরা ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিবো।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্রগ্রামের অধ্যক্ষ জামিরুল ওসমান বলেন, উনি আমাদের একজন সৎ ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক। উনি যদি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং থেকে চলে যায় তাহলে বিভাগে কোন স্থায়ী শিক্ষক থাকবে না। তাছাড়াও বর্তমানে যাকে বদলির আদেশ দেওয়া হয়েছে উনি অন্য বিভাগের।

উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত হচ্ছে সিটেক। ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তর উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামকে (কারিগরি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালীতে বদলির আদেশ দেওয়া হয় এবং বদলিকৃত কর্মস্থলে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে যোগদান করতে বলা হয়।


সর্বশেষ সংবাদ