মেরিটাইম ইউনির্ভাসিটিতে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিএসএমআর) মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদনে নির্বাচিত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়। এ পরীক্ষায় আসনপ্রতি লড়বেন প্রায় ৯০ জন ভর্তিচ্ছু।

গত ১০ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ৭ ডিসেম্বর। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সেকেন্ড টাইম রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা যোগ্য প্রার্থীদের তালিকায় দেখা গেছে, ১৭ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছুর তালিকা প্রকাশ করা হয়েছে। এ আবেদনে শুধু ভর্তি সংক্রান্ত নীতিমালার বাইরের প্রার্থীদের আবেদন বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি: ন্যূনতম জিপিএ থাকলেই দেওয়া যাবে পরীক্ষা

তালিকায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যাএন্ড পলিসিতে ৩ হাজার ৩৮ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ২ হাজার ৭৫৯ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে ৫ হাজার ৯৭৪ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ৬ হাজার ১৮ জন ভর্তিচ্ছু রয়েছে।

মেরিটাইম ইউনিভার্সিটির ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। সে হিসাবে আসন প্রতি প্রায় ৯০ জন ভর্তিচ্ছু লড়বেন। 

প্রাথমিক আবেদনে নির্বাচিত প্রার্থীরা অ্যাডমিশন পোর্টালে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে আগামী ১৫-১৯ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

আরও পড়ুন: প্রতিষ্ঠার ১১ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি মেরিটাইম ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ ও ২১ ডিসেম্বর পাঁচ বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী এপ্রিল মাস থেকে শ্রেণি পাঠদান শুরু হবে। 

যোগ্য প্রার্থীদের তালিকা দেখা যাবে : https://sites.google.com/bsmrmu.edu.bd/bsmrmu-ug-ad-24-25/ এই লিংকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence