ছাত্র-জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে: উপাচার্য

মতবিনিময় সভা
মতবিনিময় সভা  © টিডিসি ফটো

ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রুয়েট) দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

সভায় বিভিন্ন অনুষদের ডিন,সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।  

উল্লেখ্য রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৯৯ সালে প্রভাষক পদে যোগদান করেন। এরপরে তিনি পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 

বিশ্ববিদ্যালয়ে তিনি ডীন, বিভিন্ন বিভাগের প্রধান, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন), শিক্ষক সমিতির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শৃঙ্খলা কমিটি, অর্থ কমিটি, সিলেকশন কমিটি, ট্রাস্টি বোর্ড অব ওয়েলফেয়ার ফান্ড সহ বিভিন্ন কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ফেলো। এছাড়াও তিনি আইইইই- এর জ্যেষ্ঠ সদস্য, আইইইই- এর জার্নালের সম্পাদক এবং সাবেক সদস্য ওএসএ। এছাড়া তিনি তাঁর গবেষণা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি সম্মানসূচক পুরস্কার লাভ করেন। তিনি ২০০৭ ও ২০১০ সালে ডক্টরাল ও মাস্টার্স  উভয় কোর্স চলাকালীন সময়ে গবেষণা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি সম্মানসূচক পুরস্কার পান। 

এছাড়াও তিনি ২০০৮ সালে আইইইই অঞ্চল-১০ থেকে আইইইই ফটোনিক্স সোসাইটি এর স্নাতক ছাত্র ফেলোশিপ পুরস্কার এবং একই বছর জাপানের মারুবুন ফাউন্ডেশন পুরস্কার পান। তিনি অনেক আন্তর্জাতিক জার্নালের রিভিউয়ার হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।  

অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক ১৯৭৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে কালীগঞ্জ রথীন্দ্রনাথ ইন্সটিটিউট থেকে এসএসসি এবং ১৯৯১ সালে বগুড়ার সরকারী আজিজুল হক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। 

তিনি ১৯৯৫ সালে রুয়েট থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ২০০৭ সালে জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পেয়ে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পেয়ে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence